ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১
পাকিস্তানে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৭

করাচি: পাকিস্তানের করাচিতে রাজনৈতিক সহিংসতায় ১৭ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা শনিবার এ তথ্য জানিয়েছেন।



মুত্তাহিদা কোয়ামি মুভমেন্ট (এমকিউএম) এবং দ্য আওয়ামী ন্যাশনাল পার্টির মধ্যে বিরোধ চরমে পৌঁছালে সংঘর্ষের এ ঘটনা ঘটে। দল দু’টি করাচির ভিন্ন দু’টি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে।

সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র শারফুদ্দিন মেমন বলেন, ‘উদ্দেশ্যেমূলক এ হত্যাকান্ডে বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে ডজনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। ’

করাচির সংঘাতপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করাসহ আরও সহিংসতার আশঙ্কায় করাচিতে টহল বাড়িয়ে দেওয়া হয়েছে বলে মেমন জানান।

এর আগে বৃহস্পতিবার জিও নামের বেসরকারী টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ওয়ালি খান বাবর গুলিবিদ্ধ হন।  

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।