ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অ্যাসাঞ্জকে ‘বিশেষ শত্রু’ তালিকায় রাখার প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১
অ্যাসাঞ্জকে ‘বিশেষ শত্রু’ তালিকায় রাখার প্রস্তাব

ওয়াশিংটন : উইকিলিকসের ভীত কাঁপিয়ে দিতে জুলিয়ান অ্যাসাঞ্জকে সরকারের ‘বিশেষ শত্রু’ তালিকায় অর্ন্তভুক্ত করার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির প্রধান পিটার টি. কিং। শনিবার কিংয়ের বিরুদ্ধে এ অভিযোগ করেছে উইকিলিকস।



সাধারণত যুক্তরাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ সন্ত্রাসী, মাদক চোরাকারবারী ও একনায়কদেরই যুক্তরাষ্ট্র এ তালিকায় রাখে।

মার্কিন রাজস্ব বিভাগের সচিব গেউথনারকে লেখা এক চিঠিতে হোমল্যান্ড সিকিউরিটি কমিটির প্রধান পিটার টি. কিং বলেন, ‘উইকিলিকস যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। অ্যাসাঞ্জের এই প্রতিষ্ঠানের ভীত নাড়িয়ে দিতে মার্কিন সরকারের সর্বোচ্চ চেষ্টা চালানো উচিত। আর এ জন্য বিশেষ তালিকায় তার নাম ওঠানো দরকার। ’

অ্যাসাঞ্জ অবশ্য বলেন, ‘কিং বন্দুকের ভয় দেখিয়ে কিউবার বাণিজ্য অবরোধের মতো সত্যের ওপরও অবরোধ আরোপ করতে চান। ’

তিনি বলেন, ‘উইকিলিকস একটি প্রকাশনা সংস্থা। কিন্তু এর চার বছরের প্রকাশনার ইতিহাসে উইকিলিকস কারও ক্ষতি করেছে বলে মার্কিন সরকার বা কোনো পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। এ কারণেই আমরা এগুলো প্রকাশ করেছি। খুব কম সংবাদসংস্থা এমনটা করতে পারে। ’

‘কেনিয়া থেকে কানসাস পর্যন্ত অনেক রাজনীতিককে উইকিলিকস হুমকি দিয়েছে। এর ফলে খুব কম ব্যক্তিই তাদের ক্ষমতা হারিয়েছেন। এর অর্থ এটা নয় যে আমরা ‘সন্ত্রাসী’। এর ধারাবাহিকতায় আমরা পিটার কিং, হিলারি কিনটন, দুর্নীতিগ্রস্ত সিইওদেরও হুমকি দেবো।   এ কাজ আমরা চালিয়ে যাব। কারণ বিশ্বের মানুষ এটাই চায়। ’

এদিকে কিছু মার্কিন প্রতিষ্ঠান স্বেচ্ছায় উইকিলিকসের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দিলেও আত্মজীবনীর জন্য নিউ ইয়র্কের প্রকাশকদের অ্যাসাঞ্জের সঙ্গে চুক্তির বিষয়টির সমালোচনা করেন কিং।

এ বিষয়ে অ্যাসাঞ্জ বলেন, ‘উইকিলিকস এবং মার্কিন প্রকাশনা সংস্থা নফের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের চেষ্টা আদতে কিংয়ের মার্কিন সংবিধানকে অশ্রদ্ধা করারই বহিঃপ্রকাশ। কেননা কংগ্রেসে বাক স্বাধীনতা বা প্রেসের স্বাধীনতার পরিধি কমানোর কোনো আইন নেই। পিটারের মত নির্বোধদের সুযোগ দিয়ে এক্ষেত্রে তারা কোনো ব্যতিক্রম করবেন না। ’

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।