ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিন’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১
‘মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিন’

ইয়াঙ্গুন: মিয়ানমারের প্রধান আদিবাসী রাজনৈতিক দলগুলো পশ্চিমাদের প্রতি সেদেশের ওপর আরোপিত অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। দেশটির নতুন পার্লামেন্টের আসন্ন প্রথম অধিবেশনকে কেন্দ্র করে রোববার তারা এ আহ্বান জানায়।

খবর এএফপির।

এদিকে, দক্ষিণপূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা বা আসিয়ান রোববার একই আহ্বান জানায়। ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে আয়োজিত আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ আহ্বান জানানো হয়।

আদিবাসী দলগুলোর যৌথ এক ঘোষণায় অবরোধ বিষয়ে বলা হয়, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর আরোপিত অবরোধ বাণিজ্য, বিনিয়োগ এবং আধুনিক প্রযুক্তি আমদানির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কিন্তু আদিবাসী অঞ্চলের উন্নয়নের জন্য এসবের প্রয়োজনীয়তা রয়েছে। ’

সংখ্যালঘু এ দলগুলো বলে, ‘আমরা সব আদিবাসী দলগুলো একত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর কাছে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছি। ’

মিয়ানমারের শান ন্যাশনালিটিজ ডেমোক্রেটিক পার্টি (এসএনডিপি), দ্য রাখাইন ন্যাশনালিটিজ ডেভলোপমেন্ট পার্টি, দ্য চিন ন্যাশনাল পার্টি, দ্য অল মুন রিজিওন ডেমোক্রেসি পার্টি এবং ফালোন-সাওয়া ডেমোক্রেটিক পার্টি এ ঘোষণাপত্রে স্বাক্ষর করে।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্তি নাতালেগায়া সাংবাদিকদের বলেন, ‘মিয়ানমারের ওপর আরোপিত অবরোধ তুলে নেওয়ার ক্ষেত্রে আসিয়ান দেশগুলোর একই অবস্থান। ’

সেনাসমর্থিত নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক থাকলেও নাতালেগায়া বলেন, আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা নভেম্বরের নির্বাচনকে অত্যন্ত প্রয়োজনীয় ও স্বচ্ছ হিসেবে অভিহিত করেন।

গত বছর নভেম্বরে মিয়ানমারে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে এই পাঁচটি দলই সংসদে আসন লাভ করে। এর মধ্যে এসএনডিপি সবচেয়ে বেশি আসনে জয় লাভ করে। এর ফলে ৩১ জানুয়ারি পার্লামেন্ট ও আঞ্চলিক আইনসভার অধিবেশনে দলটির মোট আসনের সংখ্যা ৫৭টি।

নির্বাচনে সরকার সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভলোপমেন্ট পার্টি নির্বাচনে ৮৮২ আসনে জয় লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বলে দাবি করে। তবে দলটির বিরুদ্ধে ভোট কারচুপি, ভয়-ভীতি প্রদর্শনসহ দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ আছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।