ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করল আইএইএ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১
ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করল আইএইএ

তেহরান: ইরান রোববার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংগঠন আইএইএর কূটনৈতিক দলকে তার নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুল্লি দেখিয়েছে। দেশটির সরকারি টেলিভিশনে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

খবর রয়টার্সের।

মূলত অজোটভুক্ত উন্নয়নশীল দেশগুলোর কূটনীতিকরা এ সফর করছেন। পশ্চিমা বিশ্ব, রাশিয়া ও চীনের মতো দেশগুলোর কেউ আমন্ত্রণ পায়নি আবার কেউ তা নাকচ করেছে। এর মধ্যে কেউ কেউ বলছে, এ ধরনের পরিদর্শনের কাজ জাতিসংঘের পর্যবেক্ষকদের। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শান্তি আলোচনার জন্য তা বিকল্প হতে পােের না।

আইএইএ-তে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি আসগার সোলতানিয়েহ বলেন, ‘এই সফরের লক্ষ্য একটি বিষয় পরিষ্কার করা, আর তা হচ্ছে, আমেরিকাসহ অন্য কয়েকটি দেশ ইরানের পরমাণু শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছে। ’

তিনি বলেন, ‘আমাদের কার্যক্রমের স্বচ্ছতা দেখানোর জন্য এটা একটি উদ্যোগ। আমাদের বিরুদ্ধে প্রচারিত তথ্য যে ভিত্তিহীন তাও দেখানো হবে এ সফরে। ’

তবে এখনো এটা জানা যায়নি, কূটনীতিকদের নাতানজ চুল্লির আন্ডারগ্রাউন্ডের সেন্ট্রিফিউজ উৎপাদন হলে প্রবেশ করতে দেওয়া হয়েছিল কি না।

পশ্চিমা বিশ্ব অভিযোগ করে আসছে, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে বরাবরই এ অভিযোগ নাকচ করে আসছে।

আগামী ২১ ও ২২ জানুয়ারি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তুরস্কের ইন্তান্বুলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।