ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোয় তরুণ আটক

সামাজিক ওয়েবসাইটে যোগাযোগ করে অপহরণ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১১
সামাজিক ওয়েবসাইটে যোগাযোগ করে অপহরণ!

মেক্সিকো সিটি: সামাজিক ওয়েবসাইটের মাধ্যমে অপগরণ তৎপরতা চালায় এমন তরুণকে গ্রেপ্তার করেছে মেক্সিকোর পুলিশ। খবর সিফির।



ওই তরুণের নাম পেদ্রো লোপেজ বিফানো। তিনি এরই মধ্যে ১৪টি অপহরণ ঘটনা ও তৎপরতা ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন। সবগুলো ঘটনার ক্ষেত্রে তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার করেছেন।

গত সপ্তাহে একজন ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় মেক্সিকোর পুয়েব্লা প্রদেশ থেকে পেদ্রোকে আটক করা হয়। প্রদেশের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বলা হয়, আটক করার সময় পেদ্রোর কাছে এক ছাত্রতে জিম্মি অবস্থায় পাওয়া যায়।

জিম্মি ছাত্রের মুক্তির জন্য পেদ্রো ৮ হাজার ১০০ মার্কিন ডলার ও দুটি গাড়ি দাবি করেন। একটি হাসপাতালের পাশে অর্থ সংগ্রহের জন্য প্রস্তুতি নেওয়ার সময় পেদ্রোকে আটক করা হয়। কয়েকটি অপহরণ ও আরও অপহরণের পরিকল্পনা করার কথা স্বীকার করেন পেদ্রো।

পেদ্রোর দুধর্ষ অপহরণকারী হয়ে ওঠার ক্ষেত্রে তিনি সামাজিক ওয়েবসাইটের ব্যবহার করেছে। অনেকটা নাটকীয়ভাবে তিনি অপহরণ করতেন। প্রথমে বন্ধুত্ব তৈরি এবং শহরের প্রধান প্লাজায় সাক্ষাতের আমন্ত্রণ জানাতেন পেদ্রো ।

পেদ্রোর সঙ্গে দেখা করতে এলে তার নিজ বাড়িতে অথবা মোটেলে নিয়ে অতিথির ঠিকানা, আর্থিক অবস্থা সর্ম্পকে তথ্য সংগ্রহ করে তার পরিবারের কাছে মুক্তিপণ এবং গাড়ি দাবি করেন।

জিম্মিকে ছাড়িয়ে নেওয়ার জন্য তার পরিবারকে পেদ্রো হুমকি দিতেন এই বলে, ‘পুলিশকে জানালে জিম্মিকে হত্যা করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।