ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আর্মেনিয়ার গুহায় প্রাচীন মদের কারখানা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১১
আর্মেনিয়ার গুহায় প্রাচীন মদের কারখানা!

নিউইয়র্ক: মদ বা ওয়াইনের সবচেয়ে প্রাচীন কারখানার সন্ধান পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। খবর সিএনএনের।



গবেষকরা জানাচ্ছেন, মদের আসল উৎপত্তিস্থল সম্ভবত আর্মেনিয়ার গুহায়।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ওই গবেষকরা বিশ্বের সবচেয়ে পুরাতন মদের কারখানা সংক্রান্ত একটি গবেষণাপত্র মঙ্গলবার জার্নাল অব আর্কিওলজিক্যাল সায়েন্সে প্রকাশ করেন।

লসএঞ্জেলেস বিশ্ববিদ্যালয়ের কটসেন ইনস্টিটিউট অব আর্কেওলজির পরিচালক গ্রেগরি আরেশিয়ান বলেন, ‘খুঁজে পাওয়া মদের কারখানা কয়েক হাজার বছর পুরনো। ’

তিনি আরও বলেন, ইরান সীমান্তের কাছে দণি আর্মেনিয়ার একটি গুহার মধ্যে মাটির পাত্র এবং ভাড় পাওয়া গেছে। এ থেকে বোঝা যায়, আঙ্গুর এবং চোলাই মদের ক্ষেত্রে ব্যবহার করা পাত্রগুলো ৬ হাজার বছর আগের অর্থাৎ তাম্র যুগের ।

লসএঞ্জেলেসের অধ্যাপক হ্যানস বার্নার্ডের নেতৃত্বে গবেষক দলটি একটি ওয়াইন তৈরির যন্ত্র, চোলাই মদ অবশিষ্টাংশ, আঙ্গুর এবং এর বীজ পেয়েছেন। এছাড়া একটি ছোট কাপও পেয়েছেন সম্ভবত তা পরিমাপের কাজে ব্যবহার করা হতো।

আরেশিয়ান বলেন, এই আবিষ্কারের পূর্বে ইসরাইলকে ভাবা হতো সবচেয়ে প্রাচীন মদের কারখানার দেশ। ইসরায়েলের এ কারখানাটি ১৬৫০ খ্রিস্টপূর্বাব্দের।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।