ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তিউনিশিয়ার পর মিশর

পার্লামেন্টের সামনে আগুন ধরিয়ে আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১১
পার্লামেন্টের সামনে আগুন ধরিয়ে আত্মহত্যা

কায়রো: মিশরীয় এক ব্যক্তি সোমবার পার্লামেন্টের বাইরে নিজ গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। খবর এএফপির।



নিহত ওই ব্যক্তির নাম আবদো আবদেলমোনেম (৫০)। আবদেলমোনেম সমুদ্রবন্দরের শহর ইসমালিয়ার কাছে কান্তারায় একটি ছোট খাবারের দোকান চালাতেন। তিনি একটি ব্যস্ত রাস্তায় জনসমাবেশের সামনে নিজের শরীরে তেল ঢেলে আগুন লাগিয়ে দেন।  

এদিকে, গত সপ্তাহে তিউনিশিয়ায় সাবেক প্রেসিডেন্ট জাইন আল-আবিদিন বেন আলি বিক্ষোভের মুখে তার ২৩ বছরের ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। এর আগে তিউনিশিয়ার এক বিক্ষোভকারী মোহাম্মেদ বোআজিজি আগুন লাগিয়ে আত্মহত্যা করেন। মূলত এ ঘটনাটি তিউনিশিয়ায় সরকারবিরোধী আন্দোলনে স্ফূলিঙ্গের মতো কাজ করে।

মিশরের মিনা সংবাদ সংস্থা জানায়, সরকারের ভর্তুকি দেওয়া রুটির জন্য কর্তৃপক্ষ তাকে অতিরিক্ত কুপন দিতে অস্বীকৃতি জানালে আবদলমোনেম শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন।

সংবাদ সংস্থাটি আরও জানায়, পুলিশ আগুন নেভানোর চেষ্টা করেন এবং তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

দেশটির তিনজন উচ্চপদস্থ মন্ত্রী তাৎক্ষণিকভাবে এর প্রতিক্রিয়া জানান। স্বাস্থ্যমন্ত্রী হাতেম আল-গাবালি বলেন, আবদেলমোনেম ‘প্রশাসনিক জটিলতার’ কারণে নিজেকে নির্যাতন করেছেন। চার সন্তানের বাবা আবদেলমোনেম মারাত্মক দগ্ধ হয়েছিলেন এবং হাসপাতালে নেওয়ার ৪৮ ঘণ্টার পর মারা যান।

এদিকে, দেশটির উচ্চকক্ষ পার্লামেন্টের স্পিকার সাফওয়াত আল-শেরিফ বলেন, ‘এটি ব্যক্তিগত সমস্যার কারণে ঘটেছে এবং এজন্য পার্লামেন্টের কোনো বিতর্ক করা যাবে না। তবে এই সংক্রান্ত সমস্যাগুলোর দিকে এখন নজর দেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ৩১৪২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।