ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মেদভেদেভ-আহমাদিনেজাদ সম্পর্কোন্নয়নে সম্মত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১১
মেদভেদেভ-আহমাদিনেজাদ সম্পর্কোন্নয়নে সম্মত

তেহরান: ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ও রাশিয়ার দিমিত্রি মেদভেদেভ এক টেলিফোন আলোচনায় দুই দেশের সম্পর্কোন্নয়নে সম্মত হয়েছেন। তেহরানের একটি সরকারি সংবাদমাধ্যমে এ তথ্য প্রচার করা হয়েছে।

খবর এএফপির।

টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়, মেদভেদেভকে আহমাদিনেজাদ বলেন, ইরান ও রাশিয়া সবসময়ের জন্য বন্ধু ও সহকর্মী হয়ে থাকবে। ইরান দুই দেশের সম্পর্কোন্নয়নকে স্বাগত জানায়। মেদভেদেভও একই অভিমত ব্যক্ত করেন।

মেদভেদেভকে উদ্ধৃত করে বলা হয়, ‘ইরানের সঙ্গে পারস্পরিক সব ধরনের সহায়তার জন্য রাশিয়া প্রস্তুত। ’ প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ ও অন্যান্য বাণিজ্যিক খাতে দীর্ঘদিনের দুই মিত্র দেশের সম্পর্ক জোরদার হবে।

গত শনিবার ও রোববার ইরান দুই পরমাণু স্থাপনা পরিদর্শনের জন্য বিদেশি পর্যবেক্ষক দলের সামনে উন্মুক্ত করে দিয়েছে। এর মধ্যে জাতিসংঘের পর্যকেক্ষক গ্রুপ আইএইএ রয়েছে। রাশিয়া ও চীন আমন্ত্রণ পেলেও দুই দেশই ইরানের এ আমন্ত্রণ প্রত্যাখ্যান করে। অবশ্য পশ্চিমা কোনো দেশ এতে আমন্ত্রণ পায়নি।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।