ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে পুলিশ নিয়োগ কেন্দ্রে আত্মঘাতী হামলা: নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১১
ইরাকে পুলিশ নিয়োগ কেন্দ্রে আত্মঘাতী হামলা: নিহত ৫০

বাগদাদ: ইরাকের একটি পুলিশ নিয়োগ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় ৫০ জন নিহত হয়েছেন। দেশটির তিকরিত শহরে সংঘটিত এ হামলায় আরও দেড়শ জন আহত হয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।



শহরের কেন্দ্রে অবস্থিত পুলিশ নিয়োগ কেন্দ্রের প্রবেশ পথে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সোয়া দশটায় হামলা চালানো হয়। দু’মাসের মধ্যে সংঘটিত সবচেয়ে ভয়াবহ এ হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ওই কর্মকর্তা জানান।

হামলাকারী জামার নিচে লুকানো শরীরের সঙ্গে বাধা বোমা নিয়ে নিয়োগ কেন্দ্রের বাইরে সাক্ষাৎকার দিতে আসা অপেক্ষমাণ লোকজনের মধ্যে ঢুকে পড়েন। এসময় সেখানে প্রায় ১০০ জন সাক্ষাৎকারের জন্য অপেক্ষা করছিলেন বলে প্রত্যক্ষদর্শী জানান। হতাহতের মধ্যে অধিকাংশই পুলিশে নিয়োগ পাওয়া ব্যক্তি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

দু’মাসের মধ্যে সংঘটিত সবচেয়ে ভয়াবহ এ হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ওই কর্মকর্তা জানান।

এ হামলাকে ‘সন্ত্রাসী তৎপরতা’ বলে উল্লেখ করেছেন সালাউদ্দিন প্রদেশের সহকারী গভর্নর আহমেদ আবদুল জব্বার। তিনি বলেন, ‘আল-কায়েদা ছাড়া আর কারা এ কাজ করবে যারা অব্যাহতভাবে আমাদের হত্যা করে আসছে?’

আহতদের তিকরিতের প্রধান হাসপাতালে নেওয়া হয়েছে বলে সাংবাদিকরা জানান। বাসিন্দাদের রক্ত দানের জন্য স্থানীয় মসজিদ থেকে ক্রমাগতভাবে আহ্বান জানানো হচ্ছে।    

একজনের হামলায় বহু সংখ্যক হতাহতের ঘটনা অস্বাভাবিক বলে বিশ্লেষকরা উল্লেখ করেন। এক্ষেত্রে হামলাকারী একসঙ্গে ৫০ কেজি বিস্ফোরক বহন করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।