ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এবার নাগমাকে জড়িয়ে ধরলেন সমর্থক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৪
এবার নাগমাকে জড়িয়ে ধরলেন সমর্থক

ঢাকা: অভিনয়ের ময়দান থেকে রাজনীতিতে যোগ দেওয়াটা কি তার জন্য বিরক্তির হয়ে উঠলো? একের পর এক আপত্তিকর ঘটনারই শিকার হচ্ছেন তিনি।
ভারতের অভিনেত্রী থেকে রাজনীতিক বনে যাওয়া নাগমার কথা বলা হচ্ছে।

কয়েকদিন আগে নির্বাচনী প্রচারণা চালানোর সময় নাগমাকে জড়িয়ে ধরে চুমু দেওয়ার অভিযোগ উঠেছে তারই দলের এক জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে।

এ ঘটনার সপ্তাহ ঘুরতে ‍না ঘুরতে এবার তাকে বুকে জড়িয়ে ধরার চেষ্টা চালাতে গিয়ে গালমন্দের শিকার হয়েছেন এক ব্যক্তি।  

শুক্রবার উত্তর প্রদেশের মিরুতে এক জনসভায় যোগ দিতে গিয়েছিলেন কংগ্রেসে সদ্য যোগ দেওয়া নাগমা। বিপুল সংখ্যক জনতার ‍মাঝ দিয়ে দলের নেতা-কর্মীরা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় ভিড়ের মধ্যে নাগমাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন একজন। সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিকে কষে এক চড় মারেন নাগমা।

তেলেগু ও তামিল ভাষার চলচ্চিত্রে অভিনয় করে বেশ সুনাম কুড়িয়েছেন ৩৯ বছর বয়সী নাগমা। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম কিলার, ঘরানা মোগুদু, কাদালান। তামিল ‘বাশা’ চলচ্চিত্রে রজনীকান্তের বিপরীতে অভিনয় করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।