ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৮৪ সেকেন্ডে হাত দিয়ে হাজার খণ্ড টাইলস চূর্ণ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪
৮৪ সেকেন্ডে হাত দিয়ে হাজার খণ্ড টাইলস চূর্ণ!

ঢাকা: মাত্র ৮৪ সেকেন্ডে নাঙ্গা হাত দিয়ে এক হাজার খণ্ড টাইলস চূর্ণ করে বিস্ময়কর রেকর্ড গড়েছেন যুক্তরাজ্যের লিসা ডেনিস নামে এক নারী মার্শাল আর্ট শিল্পী।

লিসা দক্ষিণ কোরিয়ার ইন্টারন্যাশনাল তায়েকওন-দো ফেডারেশন আয়োজিত তায়েকওন-দো প্রতিযোগিতার বিশ্বচ্যাম্পিয়ন।



বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটির প্রতিনিধি মাইক বুশেল জানান, যুক্তরাজ্যের অর্পিংটনে নিজের মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে শিষ্যদের জড়ো করে এ কীর্তি দেখিয়েছেন লিসা। মনস্তাত্ত্বিকভাবে শিষ্যদের দক্ষ করে গড়ে তুলতে তিনি এ পদক্ষেপ নেন।



বিবিসির ভিডিও সংশ্লিষ্ট প্রতিবেদনে জানানো হয়, একটি কক্ষে পাশাপাশি করে রাখা দু’টি করে সিমেন্টের ছোট খুঁটির ওপর ১০টি করে টাইলসের মোট ১০০টি তাক সাজানো হয়।

এরপর সময় কাউন্টডাউন শুরু হলে মাত্র ৮৪ সেকেন্ডেই সবগুলো তাকের টাইলসগুলো দুই নাঙ্গা হাত দিয়ে চূর্ণ করে দেন লিসা। শেষ দিকে একটু দুর্বল হয়ে পড়লেও এ কীর্তি গড়তে পেরে তাৎক্ষণিক উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। লিসার কীর্তিতে উপস্থিত শিষ্য ও আমন্ত্রিত অতিথিরা বিস্ময় প্রকাশ করেন।



বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।