ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্রিন্স জর্জের অফিসিয়াল ফটোগ্রাফ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪
প্রিন্স জর্জের অফিসিয়াল ফটোগ্রাফ

ঢাকা: ব্রিটিশ রাজপরিবারের নতুন উত্তরাধিকারী প্রিন্স জর্জের অফিসিয়াল ফটোগ্রাফ প্রকাশিত হয়েছে। ছবিতে ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনের কোলে আট মাস বয়সী জর্জকে বসে থাকতে দেখা যায়।



পাশেই লুপো (কুকুরের নাম) হাতে বসে রয়েছেন প্রিন্স জর্জের বাবা ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়ামস।

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ট্যুরকে সামনে রেখে এই ছবি প্রকাশ করা হলো। আগামী ৭ এপ্রিল তাদের এ সফরের কথা রয়েছে। ২৫ এপ্রিল তারা দেশে ফিরবেন।

রাজপরিবারের ফটোগ্রাফার জেসন বেল কেনসিংটন প্যালেসে এ ছবি তোলেন। ছবিতে দেখা যায়, এ রাজ পরিবারটি একটি খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন।

গত বছরের জুলাই মাসে ছেলে সন্তানের জন্ম দেন ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন। ২০১১ সালের এপ্রিল মাসে কেটকে বিয়ে করেন ব্রিটিশ রাজসিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।