ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চিলিতে ৮ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের পর সুনামির সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৪
চিলিতে ৮ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের পর সুনামির সতর্কতা

ঢাকা: চিলির উপকূলে ৮ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী চিলি, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া ও পানামায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থা থেকে এ তথ্য জানা গেছে।



এছাড়াও কোস্টারিকা, এলসালভাদর, নেকারাগুয়া, গুয়েতেমালা, মিক্সিকো ও হন্ডুরাসও সুনামির সতর্ক বার্তার আওতায় রয়েছে বলেও সংস্থাটি থেকে জানানো হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৬টা ৪৬ মিনিটে চিলির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইকুয়িকির ৬১ মাইল এলাকা জুড়ে এ ভূমিকম্পটি আঘাত হানে।
 
সুনামির ৬ ফুট উচু ঢেউ  চিলির পিচাগুয়া উপকূল ইতোমধ্যে ভাসিয়ে দিয়েছে। উপকূলের কাছাকাছি অঞ্চল থেকে দ্রুত লোকজনকে সরিয়ে নিতে শুরু করেছে কর্তৃপক্ষ। এটি জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।

 তা‍ৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 
এর আগে ১৬ মার্চ চিলির প্রশান্ত সাগরীয় উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
 
বাংলাদেশ সময়: ০৬৫৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।