ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চিলিতে ৮.২ মাত্রার ভূমিকম্পে ৬ ফুট ঢেউ, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৪
চিলিতে ৮.২ মাত্রার ভূমিকম্পে ৬ ফুট ঢেউ, নিহত ৫ ছবি: সংগৃহীত

ঢাকা: ল্যাটিন আমেরিকার দেশ চিলিতে ৮ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় তাৎক্ষণিক পাঁচজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে।

এদিকে, ভূমিকম্পের ৪৫ মিনিটের মধ্যে চিলির উপকূলে ছয় ফুট উচ্চতার (২.১১ মিটার) বেশ কয়েকটি ঢেউ আছড়ে পড়েছে।

ভূমিকম্পের পর পরই চিলি, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া ও পানামায় সুনামি সতর্কতা জারি করা হয়। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে কোনো ধরনের সুনামি সর্তকতা নেই বলে অস্ট্রেলিয়ার ভূ-তাত্ত্বিক সংস্থা জানায়।

এছাড়া ভূমিকম্পের ফলে কোনো কোনো এলাকায় আগুন ধরে যায়। নিহতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

সুনামি সতর্কতা জারির পরপরই চিলির ভূমিকম্প উপদ্রুত উপকূলীয় এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শক্তিশালী এ ভূমিকম্পটি আঘাত হানার পরপরই বেশ কয়েকটে মাঝারি আকৃতিক ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প।

ভূমিধস ও আগুন ধরে যাওয়ার আশঙ্কায় বন্দর কর্তৃপক্ষ বন্দর এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। বিভিন্ন ‍এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

প্রেসিডেন্ট মিশেল বেসলেট চিলির উত্তরাঞ্চলের একাংশকে দুর্যোগপ্রবন এলাকা হিসেবে আখ্যায়িত করেছেন।

প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৮ বলা হলেও পরে তা পরিবর্তন করে ৮ দশমিক ২ বলে জানায় মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএস সার্ভে জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় চিলির উপকূলীয় বন্দর ইকুয়িক ভূমিকম্প আঘাত হানে।

সংস্থাটি জানায়, উপকূলীয় বন্দর ইকুয়িক থেকে ৬২ মাইল উত্তর-পশ্চিমে সমুদ্রগর্ভের ১২.৫ মাইল গভীরে ভূমিকম্পটি কেন্দ্রটি অবস্থিত।

ভূমিকম্পের পর পরই কর্তৃপক্ষ ইকুয়িক বন্দর শহরের সবাইকে শহর ছেড়ে চলে বলেছে। তবে সে ক্ষেত্রেও সতকর্তা অবলম্বন করতে বলা হয়েছে।

ভূমিকম্পের পর ইকুয়িক অঞ্চলের একটি কারাগার থেকে তিনশ কয়েদী পালিয়ে যায় বলে চিলির পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন।

ইকুয়েডর এলাকার জন্য যে সুনামি সতর্কা বার্তা জারি করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে। তবে কলম্বিয়া, পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া ও এল-সালভেদরের কাছাকাছি অঞ্চলে সুনামির ঢেউ লক্ষ করা গেছে।

চিলির দুর্যোগ ব্যবস্থাপনা ও জননিরাপত্তামন্ত্রী এক টুইটার বার্তায় বলেছেন, ছয় ঘণ্টার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

এর আগে ২০১০ সালে চিলিতে ভূমিকম্প ও সুনামির আঘাতে পাঁচ শতাধিক লোকের প্রাণহানি ঘটে।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৪/আপডেট: ১২১৫ ঘণ্টা

**চিলিতে ৮.২ মাত্রার ভূমিকম্প, নিহত ৫, সুনামি সতর্কতা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।