ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফেসবুক কাড়লো কিশোরীর প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৪
ফেসবুক কাড়লো কিশোরীর প্রাণ অ্যানেল বায়েজকে (বামে) হত্যা করেছেন তার বান্ধবী এরিন্ডা এলিজাবেথ

ঢাকা: সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক কেড়ে নিলো এক কিশোরীর প্রাণ। সম্প্রতি ফেসবুকে সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবীটির নগ্ন ছবি প্রকাশ করায় প্রিয় বান্ধবীর হাতেই ৬৫ বার ছুরিকাঘাতে জখম হয়ে প্রাণ দিতে হলো ওই কিশোরীকে।



সম্প্রতি এ দুর্ঘটনা ঘটেছে মেক্সিকোর পশ্চিমাঞ্চলের গামুচিল এলাকায়। হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অ্যানেল বায়েজ (১৬)। আর তাকে নির্মমভাবে খুন করেছেন সমবয়সী এরান্ডি এলিজাবেথ।

মেক্সিকান সংবাদ মাধ্যম নোটাস জানায়, দু’জনই খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিল। একদিন এরান্ডির একটি নগ্ন ছবি তুলে সেটি ফেসবুকে প্রকাশ করে দেয় অ্যানেল।

এটাকে ঠিকভাবে নেয়নি এরান্ডি। ফোন করে এ ঘটনায় অ্যানেলের প্রতি বিরক্তি প্রকাশ করে। কিন্তু অ্যানেল ব্যাপারটিকে নিছকই দুষ্টুমি বলে উড়িয়ে দেয়।

পরে অবশ্য, বান্ধবীর রাগ কমাতে নিজের বাড়িতে আসতে বলে অ্যানেল। কিন্তু এরান্ডির মনে ছিল ভয়ংকর ক্ষোভ। সে অ্যানেলের বাড়িতে গিয়ে ওয়াশরুমে যাওয়ার কথা বলে রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে তার ওপর হামলা চালায়। দু’বার নয়, দশবার নয়, প্রিয় বান্ধবীকে ৬৫ বার ছুরিকাঘাত করে খুন করে এরান্ডি। এরপর সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অ্যানেল মারা যাওয়ার দু’দিন পর এরান্ডিও তার শেষকৃত্যানুষ্ঠানে আসে। পুলিশের আগে থেকে সন্দেহ ছিল বিধায় এরান্ডিকে শেষকৃত্যানুষ্ঠানে আটক করে নিকটস্থ পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। এরপর জিজ্ঞাসাবাদ করলে একে একে সব স্বীকার করে নিষ্ঠুর এরান্ডি।

সে বলে, অ্যানেলকে একবার নয়, আরও ১০০ বার মারলেও আমার মনের জ্বালা মিটতো না।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, অথচ এ দু’জন পরস্পরকে বান্ধবী নয়, বোন বলেই পরিচয় দিতেন।

খুনি এরান্ডিকে বর্তমানে জেল হাজতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।