ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্যাংককে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা বিস্ফোরণ, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৪
ব্যাংককে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা বিস্ফোরণ, নিহত ৭

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি দোকানের বোমা বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছে।

বুধবার দুপুর ১টার দিকে একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।



ব্যাংকক পোস্ট জানায়, দুপুর একটায় ব্যাংককের একটি দোকানে এ বিস্ফোরণ ঘটে। এসময় ঘটনাস্থলে দোকানের ৫ জন কর্মচারী এবং হাসপাতালে ২ জন নিহত হন। এঘটনায় আরো ১৯ জন শ্রমিক আহত হয়েছেন।

এসময় নিহতদের শরীরের অঙ্গ ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে পাওয়া যায়। আশপাশের ১২টি বাড়ি এবং ৫০০ গজ এলাকায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যামটি।

বোমাটি ওজন ২২৭ কেজি। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাটির নিচে পুতে রাখা হয়েছিল বলে ধারণা করছে থাই পুলিশ।

পুলিশ জানায়, পাশেই একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করার সময় মাটিতে পুতে রাখা বোমায় আঘাত লেগে এটির বিস্ফোরণ ঘটে।

বাংলাদেশ সময়: ০৩০৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।