ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটিতে গুলি, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৪
যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটিতে গুলি, নিহত ৪

ঢাকা: যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক সামরিক ঘাঁটিতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।



স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, টেক্সাসের ফুট হুড নামে একটি সামরিক ঘাঁটিতে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় চারজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বন্দুকধারী রয়েছেন বলে জানা গেছে।  

এদিকে, সামরিক ঘাঁটিতে গুলি ও হতাহতের খবরে গভীর মর্মাহত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।

এর আগে ২০০৯ সালে একই ঘাঁটিতে বন্দুকধারীর হামলায় ১৩ সেনা নিহত হন। আহত হন আরও ৩২ জন।   

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।