ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মজিলা প্রধানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৪
মজিলা প্রধানের পদত্যাগ ব্রেনডান ইচ

ঢাকা: জনপ্রিয় সার্চ ইঞ্জিন মজিলা ফায়ারফক্সের নির্বাহী প্রধান ব্রেনডান ইচ পদত্যাগ করেছেন। গত মাসে যোগদান করে করে মাত্র এক মাসের মাথায় তিনি পদ ছাড়লেন।



সম্প্রতি সমকামী বিয়ে সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় তুমুল সমালোচনার মধ্যে পড়েন তিনি। এরপরই তিনি পদত্যাগ করেন। মজিলার নির্বাহী চেয়ারওমেন মিশেল বেকার ব্লগ পোস্টে ব্রেনডনের পদত্যাগের ঘোষণা দেন।

মিশেল বেকার বলেন, মজিলা সব শ্রেণীর মানুষ শ্রদ্ধা করে। এজন্য প্রতিষ্ঠানটির অবস্থান গর্ব করার মতো। তবে গত সপ্তাহে যা হয়েছে তা সকলের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

তিনি বলেন, আমরা জানি লোকজন কেন রেগে আছে আমাদের ওপর। প্রকৃতপক্ষে আমরা সত্যের পক্ষে দাঁড়াতে পারিনি।

তিনি আরো বলেন, আপনারা মজিলা থেকে যে ধরনের ব্যবহার প্রত্যাশা করেন, সেটি পূরণ করতে পারিনি। বিতর্ক শুরু হওয়ার পর আমরা দ্রুত পদক্ষেপ নিতেও ব্যর্থ হয়েছি। আমরা দু:খিত।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।