ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে দুই নারী সাংবাদিককে গুলি, একজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৪
আফগানিস্তানে দুই নারী সাংবাদিককে গুলি, একজন নিহত নিহত আনজা নিয়েদ্রিংগাউস (ডানে) ও ক্যাথি গ্যানন

ঢাকা: আফগানিস্তানে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এসোসিয়েটেড প্রেস’র দুই নারী সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে এক দুর্বৃত্ত। এতে আনজা নিয়েদ্রিংগাউস নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

গুরুতর আহত হয়েছেন তার সহকর্মী ক্যাথি গ্যানন।

স্থানীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে শুক্রবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে পাকিস্তানের সীমান্তবর্তী শহর খোস্টের কাছে একটি জেলায় পুলিশ সদরদপ্তরের ভেতরে পুলিশের পোশাকধারী ওই দুর্বৃত্ত দুই সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছুঁড়লে একজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন অপরজন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, শনিবারের বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে দেশটির সরকারের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মধ্যেই এ সহিংসতার খবর এলো।

খোস্ট প্রদেশের পুলিশের মুখপাত্র মোবারেজ মোহাম্মদ জাদরান স‍াংবাদিকদের জানান, সকালে দুই নারী সাংবাদিককে গুলি করা হয়। গুলিতে একজন নিহত হন, অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।

অপরদিকে, খোস্ট প্রদেশের গভর্নরের মুখপাত্র মাবোরিজ জাদরান জানান, হামলাকারী পুলিশ সদস্য ছিলেন।

শনিবারের নির্বাচনকে ঘিরে তালেবানসহ যেকোনো ধরনের সন্ত্রাসী হামলা ঠেকাতে ২ লাখ সেনা মোতায়েন করেছে দেশটির সরকার।

এ নির্বাচনে বিজয়ী বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের উত্তরসূরী হবেন। ২০০১ সালে তালেবান শাসনের পতনের পর যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব পান পশ্চিমাদের আশীর্বাদপুষ্ট হামিদ।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৪/আপডেট: ১৭২৮ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।