ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৪
আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ঢাকা: আফগানিস্তানে ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশটির পাঁচ হাজার বছরের ইতিহাসে গণতান্ত্রিক উপায়ে এবারই প্রথম ক্ষমতার বদল হতে যাচ্ছে।



এদিকে, যেকোনো উপায়ে নির্বাচন বানচালের তালেবানদের দেওয়া হুমকির কারণে নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় চার লাখ সদস্য কাজ করছেন।

নিবাচনে প্রেসিডেন্ট পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল লড়াই হবে আবদুল্লাহ আবদুল্লাহ, আশরাফ গনি ও জালমাই রসুল এ তিনজনের মধ্যে।

নির্বাচনে মোট ভোটার এক কোটি ২০ লাখ। ভোটকেন্দ্রের সংখ্যা ২৮ হাজার ৫০০টি।

নির্বাচনের আগের দিন শুক্রবার দেশটির পূর্বাঞ্চলে পাকিস্তানের সীমান্তবর্তী শহর খোস্তের কাছে দুর্বৃত্তের গুলিতে খ্যাতনামা জার্মান আলোকচিত্রী আনজা নিয়েড্রিংহৌস নিহত হন।

এ ঘটনায় আহত হন তার এক সহকর্মী কানাডার নারী সাংবাদিক ক্যাথি গ্যানন। তারা দু’জনেই এপি’র সাংবাদিক।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।