ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

২৪ ঘণ্টা শাবকের মৃতদেহ আগলে রাখলো মা হাতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৪
২৪ ঘণ্টা শাবকের মৃতদেহ আগলে রাখলো মা হাতি

ঢাকা: পেরিয়ে গেছে দীর্ঘ ২৪ ঘণ্টা। ক্ষুধা-তৃষ্ণার যেন কোনো বালাই নেই।

শাবকের মৃতদেহের পাশে ঠাঁয় দাঁড়িয়ে শোকে স্তব্ধ হাতি মা। আগুন জ্বালিয়ে ভয় দেখানো হল। হুলো ছুঁড়ে আতঙ্ক তৈরির চেষ্টা হল। তবু পিছু হটল না মা। পরম মমতায় আগলে রাখলো সন্তানের মৃতদেহ। শেষ পর্যন্ত ব্যর্থ বনকর্মীরাও। সন্তানের মৃতদেহ নিয়েই গভীর জঙ্গলে ফিরে গেলেন মা।

হাতি-মায়ের এমন সন্তানপ্রেমের সাক্ষী হয়ে থাকলেন পশ্চিমবঙ্গের বাঁকুড়ার মেজিয়া রেঞ্জের বাঘমারা স্রোত এলাকার বাসিন্দারা।

তারা জানান, সম্ভবত নির্ধারিত সময়ের আগেই হাতির শাবকটি ভূমিষ্ঠ হয়েছিল। শারীরিক দুর্বলতার কারণে ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যায় সদ্যজাত শাবকটি। কিন্তু সন্তান বিয়োগের শোক মেনে নিতে পারেনি মা হাতি। দীর্ঘ ২৪ ঘণ্টা মৃত শাবকের দেহ আগলে রাখল পরম মমতায়।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, সন্তান বিয়োগে মা হাতির এমন শোকের মর্মান্তিক দৃশ্য দেখে স্থানীয় বন অধিদফতরে খবর দেন গ্রামবাসী। কিন্তু হস্তিশাবকের দেহ উদ্ধার করতে গিয়ে বিপাকে পড়তে হয় বনকর্মীদের। কাছাকাছি গেলেই মা হাতির তাড়ায় ফিরে আসতে হয় তাদের। মা হাতিকে গ্রাম ছাড়া করতে কয়েকটি ঝোপে আগুন লাগানো হয়। এমনকি হুলো ছুঁড়ে ভয়ও দেখানো হয়। কিন্তু মৃত সন্তানের দেহ ছেড়ে এতটুকু পিছু হটেনি মা। শেষ পর্যন্ত বনকর্মীদের হাজারো চেষ্টা ব্যর্থ করে সন্তানের মৃতদেহ নিয়েই পার্শ্ববর্তী পিংরুই জঙ্গলে ঢুকে যায় মা হাতি।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।