ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিহত ৪, যুদ্ধবিমান ভূপাতিত

রুশপন্থিদের ওপর ইউক্রেন বাহিনীর অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৪
রুশপন্থিদের ওপর ইউক্রেন বাহিনীর অভিযান শুরু

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক প্রদেশের ক্রামাতোরস্ক শহরে রুশপন্থিদের ওপর সাঁড়াশি অভিযান শুরু করেছে দেশটির সশস্ত্রবাহিনী। শহরটির একটি বিমানঘাঁটিও তারা রুশপণ্থিদের হাত থেকে মুক্ত করেছে।

অভিযানে এ পর্যন্ত চারজন রুশপন্থি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এদিকে ইতার তাস বার্তা সংস্থা জানিয়েছে, ক্রামাতোরস্ক শহরের উপর দিয়ে উড়তে থাকা ৪টি সুখোই-২৭ যুদ্ধবিমানের একটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে ভূপাতিত বিমানটি রাশিয়ার নাকি ইউক্রেনের বা কারা সেটি ভূপাতিত করেছে তা এ মুহূর্তে জানা সম্ভব হয় নি।

হামলায় আহতদের সরিয়ে নিতে অ্যারোড্রামটির দিকে কয়েকটি অ্যাম্বুলেন্সকে ছুটে যেতে দেখেছেন ওই এলাকার আশেপাশে কর্মরত সাংবাদিকেরা।
এদিকে একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ইউক্রেন বাহিনী হেলিকপ্টার গানশিপ, ট্যাংক সাজোঁয়া যান ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ব্যাপক হামলা শুরু করেছে। তার ভাষায়, যে বিমানটি ভূপাতিত করা হয়েছে সেটি অত্যাধুনিক মিগ-২৫ অথবা সুখোই-২৭।


এদিকে শহরের দৈনিক পত্রিকা দ্য ডেইলি নোভস্তি ক্রামাতোরস্ক জানায়, শহরের বিমানঘাঁটির ওপর দিয়ে একটি যুদ্ধবিমান অনেক নিচ দিয়ে উড়ে যাওয়ার সময় সেটিকে ভূপাতিত করা হয়।


এর আগে ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তরও পূর্ব ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরে ইউক্রেন সশস্ত্র বাহিনীর অভিযান শুরু হয়েছে বলে জানায়।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।