ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৪
তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দিল ভারত

ঢাকা: ভারতের সুপ্রিমকোর্ট হিজড়া সম্প্রদায়কে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর আগে সেখানে হিজড়াদেরকে পুরুষ বা নারী হিসেবে দেখা হতো।



ভারতে এই প্রথম হিজড়া সম্প্রদায় আনুষ্ঠানিকভাবে তাদের লিঙ্গ পরিচয় পেয়েছে।

সুপ্রিম কোর্ট রায়ে জানায়, হিজড়াদেরকে সামাজিক ও অর্থনৈতিকভাবে অনগ্রসর মনে করা হয়।

কোর্ট জানায়, হিজড়ারা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে এবং তৃতীয় লিঙ্গ হিসেবে তারাও চাকরি পাবে।

আদালত আরো বলেছে, তাদের জন্য বিশেষ কল্যাণ তহবিল গঠন করা হবে এবং সামাজিক নেতিবাচক আচরণ থেকে তাদের রক্ষা করার জন্য প্রচারণা চালানো হবে।

বাংলাদেশ সময় : ১২১৭ ঘ. ১৫ এপ্রিল ২০১৪










বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।