ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়াকে আরোও নিষেধাজ্ঞার হুমকি ইইউ-যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৪
রাশিয়াকে আরোও নিষেধাজ্ঞার হুমকি ইইউ-যুক্তরাষ্ট্রের

ঢাকা: ইউক্রেনের পূর্বাঞ্চলে অস্থিতিশীলতা চলতে থাকলে রাশিয়ার ওপর আরো অথনৈতিক নিষেধাজ্ঞা হুমকি দিয়েছে রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন।
সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এই নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়াব।



ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থীরা সরকারি ভবন দখলে নেওয়ার পর রাশিয়ার সাথে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা বেড়ে যায়। তারপর নতুন করে এ নিষেধাজ্ঞার হুমকি আসল।

এদিকে যুক্তরাষ্ট্র অভিযোগ করে বলেছে, সোমবার কৃষ্ণ সাগরের কাছে রাশিয়ান যুদ্ধ জাহাজ কয়েকবার টহল দিয়েছে।

অন্যদিকে বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার সন্ধ্যায় টেলিফোনে কথা বলেছেন ।

মি. পুতিন  ওবামাকে টেলিফোনে বলেন, ইউক্রেনে রাশিয়া হস্তক্ষেপ করছে আমেরিকার এমন দাবি ভিত্তিহীন।

ক্রেমলিন বলছে, পূর্বাঞ্চলে অশান্তির জন্য ইউক্রেনের অনীহা ও দুর্বল নেতৃত্বই দায়ী।

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে ওবামা রুশপন্থী বিদ্রোহীদের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পুতিনকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার আহবান জানান।

প্রসঙ্গত, গত কয়েকদিন আগে রুশপন্থী বিদ্রোহীরা ইউক্রেনের পূর্বাঞ্চলের কয়েকটি সরকারি ভবন দখলে নেওয়ার পর থেকে রাশিয়ার সাথে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েন আরও বেড়েছে।

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।