ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় ফেরিডুবিতে নিখোঁজ ২৯৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৪
দক্ষিণ কোরিয়ায় ফেরিডুবিতে নিখোঁজ ২৯৫ ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে ৪৭৭ জন যাত্রী নিয়ে বুধবার একটি ফেরি ডুবে গেছে।

এখন পর্যন্ত ৩৬৮ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো ২৯৫ যাত্রী নিখোঁজ রয়েছেন।

এ ছাড়া দুই যাত্রী নিহত হয়েছেন।

নিখোঁজদের উদ্ধারে দেশটির কোস্টগার্ড ব্যাপক অভিযান চালাচ্ছে। এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত এক নারী ক্রুসহ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।

যাত্রীদের মধ্যে ৩২৫ জন মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী।

বুধবার সকালে ডুবে যাওয়ার আগে স্থানীয় সময় সকাল আটটা ৫৮ মিনিটে ফেরি থেকে একটি বিপদ সংকেত পাঠানো হয়েছিল বলে সংবাদমাধ্যম জানিয়েছে।

সংবাদমাধ্যম জানায়, ইনচিয়ন থেকে দক্ষিণের দ্বীপ জেজুতে যাওয়ার সময় ফেরিটি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে ফেরি ডুবির কারণ জানা যায়নি। তবে ফেরিতে পানি উঠে যাওয়ায় এটি ডুবে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনাকবলিত ফেরিটি উদ্ধারে ৫০টিরও বেশি জাহাজ ও হেলিকপ্টার অংশ নিচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
 
দেশটির কর্মকর্তারা বলছেন, এখন পর্যন্ত ৩৬৮ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে ৩৪টি জাহাজ ও ১৮টি হেলিকপ্টার কাজ করছে।

একজন মানুষও যেন নিখোঁজ না থাকেন সে বিষয়ে দেশটির প্রেসিডেন্ট পার্ক জিউন কোস্টগার্ড সদস্যদের নির্দেশ দিয়েছেন।

** দক্ষিণ কোরিয়ায় ৪৫০ যাত্রী নিয়ে ফেরি ডুবি, নিহত ২

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৪/আপডেটডেট: ১৩৫০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।