ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে সেনাবাহিনীর গুলিতে ৩ রুশপন্থি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৪
ইউক্রেনে সেনাবাহিনীর গুলিতে ৩ রুশপন্থি নিহত সংগৃহীত

ঢাকা: ইউক্রেনের পূর্বাঞ্চলে আজভ সাগরের তীরবর্তী মারিওপোল এলাকায় সেনাবাহিনীর গুলিতে তিন রুশপন্থি ‘বিচ্ছিন্নতাবাদী’ নিহত হয়েছে। সরকারের দাবি, এরা সেনাবাহিনীর ওপর হামলা চালালে পাল্টা গুলিতে নিহত হয়।



ইউক্রেনীয় স্বরাষ্ট্র মন্ত্রী আরসেন অ্যাভাকভ’র ফেসবুক পেজে দেওয়া বিবৃতির উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বৃহস্পতিবার জানিয়েছে, বুধবার রাতে ৩০০ বিচ্ছিন্নতাবাদী সরকারি সেনাবাহিনীর একটি দলকে লক্ষ্য করে হামলা চালিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় সেনাবাহিনীও পাল্টা গুলি ছুঁড়ে। এতে তিন ‘বিচ্ছিন্নতাবাদী’ নিহত হয়।

অ্যাভাকভ জানান, দোনেৎস্ক শহরের দক্ষিণে অবস্থিত মারিওপোলে দখলকৃত সরকারি ভবনগুলো উদ্ধারে হেলিকপ্টারসহ বিভিন্ন ধরনের সাঁজোয়া যান পাঠানো অব্যাহত রেখেছে সরকার।

এছাড়া, সংঘর্ষে ১৩ বিচ্ছিন্নতাবাদী আহত এবং এখন পর্যন্ত ৬৩ জনকে আটক করার দাবি করা হলেও নিরাপত্তা বাহিনীর কোনো কর্মকর্তা নিহত হননি বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে, গত মঙ্গলবার পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক প্রদেশের ক্রামাতোরস্ক শহরে রুশপন্থিদের ওপর সাঁড়াশি অভিযান শুরু করে দেশটির সশস্ত্রবাহিনী।

সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, ক্রামাতোরস্ক শহরের একটি বিমানঘাঁটিও রুশপন্থিদের হাত থেকে মুক্ত করেছে সেনাবাহিনী। ওই অভিযানে চারজন রুশপন্থি নিহত হয় বলে খবর পাওয়া যায়।

ইতার তাস বার্তা সংস্থা জানায়, অভিযান চলাকালে ক্রামাতোরস্ক শহরের ওপর দিয়ে উড়তে থাকা ৪টি সুখোই-২৭ যুদ্ধবিমানের একটিকে গুলি করে ভূপাতিত করা হয়। তবে ভূপাতিত বিমানটি রাশিয়ার নাকি ইউক্রেনের বা কারা সেটি ভূপাতিত করেছে তা স্পষ্ট জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, ইউক্রেন বাহিনী হেলিকপ্টার গানশিপ, ট্যাংক সাজোঁয়া যান ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ব্যাপক হামলা শুরু করেছে। তারা জানান, যে বিমানটি ভূপাতিত করা হয়েছে সেটি অত্যাধুনিক মিগ-২৫ অথবা সুখোই-২৭।

এর আগে, দেশটির প্রতিরক্ষা দপ্তরও পূর্বাঞ্চলে সশস্ত্র বাহিনীর অভিযান শুরু হয়েছে বলে জানায়।

এদিকে, ইউক্রেনকে সতর্ক করে দিয়ে রাশিয়া বলেছে, বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র, ইউক্রেন, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের শান্তি আলোচনাকে ভণ্ডুল করার জন্যই কিয়েভ এ ধরনের পদক্ষেপ নিয়েছে।

শান্তি আলোচনা ব্যর্থ হলে তার দায় ইউক্রেনকেই নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে মস্কো।

অপরদিকে, ই‌উক্রেনের পূর্বাঞ্চলকে অশান্ত করার জন্য রাশিয়াকেই অভিযুক্ত করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।