ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চিরবিদায় নিলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৪
চিরবিদায় নিলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ

ঢাকা: পৃথিবী থেকে চির বিদায় নিলেন নোবেল বিজয়ী কলম্বীয় সাহিত্যিক ও সাম্প্রতিক সময়ে বিশ্ব সাহিত্যের অন্যতম দিকপাল গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। বৃহস্পতিবার মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর।

পরিবারের পক্ষে মুখপাত্র ফার্নান্দা ফ্যামিলিয়ার টুইটারের মাধ্যমে মাকের্জের মৃত্যুর সংবাদ প্রকাশ করেন।

গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজকে বিবেচনা করা হয় স্পেনিশ ভাষার সর্বকালের অন্যতম সেরা সাহিত্যিক হিসেবে। আর তার লেখা ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিচ্যুড’ বিবেচিত হয় বিশ্ব সাহ্যিতের অমূল্য রত্ন হিসেবে।

১৯৬৭ সালে প্রকাশিত এই বইটি বিশ্বজুড়ে ৩ কোটি কপি বিক্রি হয়। ১৯৮২ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন।

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে বসবাস করে আসা মার্কেজ সম্প্রতি খুবই অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে ইদানীং জনসম্ম‍ুখে খুবই কম আসতেন তিনি।

মার্কেজের মৃত্যুতে মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস।

তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ফুসফুস ও মূত্রনালীর সংক্রমণের কারণে সম্প্রতি বেশ কিছুদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে গত সপ্তাহে মেক্সিকো সিটির বাড়িতে ফিরে আসেন। কলম্বিয়ায় জন্ম নিলেও গত ৩০ বছর ধরে মেক্সিকো সিটিতে বসবাস করে আসছেন মার্কেজ।

সাহিত্যের পাশাপাশি মার্কেজ ছিলেন প্রখর রাজনীতি সচেতন। সাবেক কিউবান প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে তার বন্ধুত্ব সুবিদিত।

তার লেখা ‘ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিচ্যুড’ বিশ্বজুড়ে ৩০টি ভাষায় অনূদিত হয়েছে। স্পেনিশ সাহিত্যের আরেক দিকপাল ও নোবেল বিজয়ী চিলির পাবলো নেরুদার মতে সপ্তদশ শতকে মিগুয়েল সারভানতেসের লেখা ডন কুইক্সোটের পর মার্কেজের লেখা এই উপন্যাসটিই স্পেনিশ সাহিত্যের সবচেয়ে মহান সৃষ্টি।

বাংলাদেশ সময়: ০৫২৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।