ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মা হতে যাচ্ছেন চেলসি ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৪
মা হতে যাচ্ছেন চেলসি ক্লিনটন

ঢাকা: প্রথমবারের মতো মা হতে চলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনের একমাত্র মেয়ে চেলসি ক্লিনটন।

বৃহস্পতিবার নিউইয়র্কে নারীদের এক অনুষ্ঠানে তিনি নিজেই এ ঘোষণা দেন।

এ সময় তার মা হিলারী ক্লিনটন তার সঙ্গে ছিলেন।

অনুষ্ঠানের শেষ দিকে চেলসি বলেন, বছরের শেষ দিকে আমাদের প্রথম সন্তানের আগমন উপলক্ষ্যে আমি ও মার্ক ভীষণ উত্তেজিত।

চেলসি বলেন, আমি আশা করি আমার সন্তানের জন্য আমি একজন ভাল মা হবো। যেমনি আমার কাছে ছিলেন আমার মা।

২০১০ সালে চেলসি তার দীর্ঘদিনের প্রেমিক মার্ক মেজভিনস্কিকে বিয়ে করেন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।