ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ত্রিপোলিতে তিউনিশীয় কূটনীতিক অপহৃত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৪
ত্রিপোলিতে তিউনিশীয় কূটনীতিক অপহৃত সংগৃহীত

ঢাকা: লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে তিউনিশিয়ার এক কূটনীতিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বন্দুকধারীদের হাতে জর্দানিজ রাষ্ট্রদূত অপহৃত হওয়ার দু’দিন পর বৃহস্পতিবার রাতে এ খবর জানালো লিবীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।



পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, রাজধানীর কোথা থেকে এবং কাদের হাতে ওই তিউনিশীয় কূটনীতিক অপহৃত হয়েছেন এ ব্যাপারটি এখনও স্পষ্ট নয়।

নিজেদের কূটনীতিককে অপহরণের বিষয়টি নিশ্চিত করেছে তিউনিশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার মুখোশপরিহিত বন্দুধারীরা জর্দানিজ রাষ্ট্রদূত ফাওয়াজ আইতানকে অপহরণ করে নিয়ে যায়।

গত জানুয়ারিতে পাঁচ মিশরীয় কূটনীতিককে অপহরণ করে নিয়ে গিয়ে বেশ কয়েক ঘণ্টা আটকে রাখে বন্দুকধারীরা।

লৌহমানব মোয়াম্মার গাদ্দাফির পতনের পর আরব রাষ্ট্রটির আইন-শৃঙ্খলা পরিস্থিতি মুখ থুবড়ে পড়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।