ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফেরি ডুবি

ক্যাপ্টেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৪
ক্যাপ্টেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঢাকা: দক্ষিণ কোরিয়ার উপকূলে ডুবে যাওয়া ফেরির ক্যাপ্টেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। শুক্রবার দেশটির প্রসিকিউটরদের আবেদনের প্রেক্ষিতে এ পরোয়ানা জারি করেন দেশটির আদালত।



পুলিশের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ডুবে যাওয়া জাহাজের ক্যাপ্টেন ছাড়াও আরো দুই ক্রু’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

কোরিয়ান প্রসিকিউটর’রা আদালতে বলেন, ডুবিতে ক্যাপ্টেন জড়িত ছিল কি-না জানি না তবে জাহাজটি যখন ডুবে যায় তখন ক্যাপ্টেন লি জুন সাক স্টিয়ারিং এ ছিলেন না। তৃতীয় একজন জুনিয়র অফিসার স্টিয়ারিং ধরে ছিলেন।

গত বুধবার ইনচিয়ন থেকে দক্ষিণাঞ্চলের পর্যটন দ্বীপ জেজুতে যাওয়ার সময় ৪৭৫ জন যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়। এদের মধ্যে ৩২৫ জনই শিক্ষার্থী। শুক্রবার শিক্ষার্থীরা যে স্কুলের ছাত্র-ছাত্রী ছিলেন সে স্কুলের ভাইস-প্রিন্সপালের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে।

 এ পর্যন্ত ১৭৯ জন যাত্রীকে জীবিত ও ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হলেও এখন পর্যন্ত ২৭০ জন নিখোঁজ আছেন। এখন পর্যন্ত জাহাজ ডুবির কারণ জানা যায়নি।
 
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ১৭৯ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও, নিখোঁজদের ভাগ্যে কী ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। নিখোঁজ যাত্রীরা আর বেঁচে নেই বলে ধারণা তাদের।

** চালকের আসনে ছিলেন তৃতীয় পর্যায়ের ক্যাপ্টেন!
**  প্রাণহানি ২৬, নিখোঁজ ২৭০
** দ. কোরিয়ায় ফেরিডুবির ঘটনায় ৯ জনের প্রাণহানি, নিখোঁজ ২৮৭

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।