ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিজের বেতন কমালেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৪
নিজের বেতন কমালেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট মুনসিফ মারজোকি

ঢাকা: তিউনিসিয়ার প্রেসিডেন্ট মুনসিফ মারজোকি স্বেচ্ছায় তার দুই-তৃতীয়াংশ বেতন কর্তন করেছেন। মূলত অর্থনৈতিকভাবে ধুঁকতে থাকা তিউনিসিয়ার ব্যয় সংকোচনের জন্যই তার এই সিদ্ধান্ত।



শুক্রবার তিউনিসিয়ান প্রেসিডেন্ট তার এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান।

তিনি বলেন, আমরা আর্থিক সঙ্কটে আছি। তাই আমি রাষ্ট্রের সর্বোচ্চ স্থান থেকে বেতন হ্রাসের সিদ্ধান্ত নিয়েছি।

২০১১ সালে তিউনিসিয়ায় আরব স্প্রিং এর পর থেকে দেশটিতে অর্থনৈতিক মন্দা চলছে।

প্রেসিডেন্ট মুনসিফ মারজোকির বর্তমান বেতন ৩০ হাজার তিউনিসিয়ান দিনার। এখন থেকে তিনি মাত্র ১০ হাজার তিউনিসিয়ান দিনার নেবেন।

জানা গেছে, সম্প্রতি বিশ্বব্যাংক তিউনিসিয়াকে ১০০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দিতে যাচ্ছে। এই সহায়তা পেতে খোদ তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেশ তদবির করেছেন বলেও জানা গেছে।

যা দেশটির ৬ লাখ ২৪ হাজার ব্যবসায়িকে তাদের ব্যবসায় সম্প্রসারণের জন্য খরচ করা হবে। পাশাপাশি যা দেশটির ১.২ মিলিয়ন চাকরিজীবীর জন্যও বেশ সুসংবাদ।

বাংলাদেশ সময়: ১৩৪০, এপ্রিল ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।