ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে ড্রোন হামলায় ৩০ আল কায়েদা যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪
ইয়েমেনে ড্রোন হামলায় ৩০ আল কায়েদা যোদ্ধা নিহত

ঢাকা: ইয়েমেনে সন্ত্রাসবিরোধী অভিযানে জঙ্গি সংগঠন আল কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) অন্তত ত্রিশ যোদ্ধা নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই ড্রোন হামলায় মারা গেছেন বলে জানিয়েছে দেশটির সরকারি সূত্র।



ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় পাবর্ত্য এলাকায় অবস্থিত একিউএপির ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানায় দেশটির সংবাদমাধ্যম।

ইয়েমেনের বার্তা সংস্থা সাবা জানায়, রাজধানী সানা’র ৪৫০ কিলোমিটার দক্ষিণে ওয়াদি আল খিলা গ্রামে অবস্থিত আল কায়দার তিনটি প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে হামলা চাল‍ানো হয়।

হামলায় ইয়েমেনি নাগরিকদের পাশাপাশি ও বিদেশি নাগরিকরাও নিহত হয়েছেন বলে জানিয়েছে সাবা।

সম্প্রতি আল কায়েদা বিরোধী বড় ধরনের অভিযান শুরু করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। এ অভিযানে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, এপ্রিল ২১,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।