ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লোকসভা নির্বাচনে বৃহৎ পর্বের ভোট হলো বৃহস্পতিবার ‌

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪
লোকসভা নির্বাচনে বৃহৎ পর্বের ভোট হলো বৃহস্পতিবার ‌ নিজের ভোট দিচ্ছেন অভিনেতা আমির খান

ঢাকা: ভারতের জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচনে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ছয়টি আসনসহ ১১টি রাজ্যের ১১৭টি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে।

পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশটির চলমান নির্বাচনে দ্বিতীয় বৃহৎ পর্বের ভোট হলো এদিন।



এ নির্বাচনে দেশটির ১৮ কোটি ভোটার দুই হাজার ৭৬ জন প্রার্থী থেকে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনে ভোটোধিকার প্রয়োগ করেছেন।

সকাল থেকে বিকেল পর্যন্ত আসাম, বিহার, ছত্তিশগড়, জম্মু-কাশ্মীর, ঝাড়খন্ড, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাডু, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ ও পদুচেরি রাজ্যের বিভিন্ন আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র।

বাংলাদেশ সময় : ১৭৪১ ঘণ্টা,এপ্রিল ২৪, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।