ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রবার্ট ভদ্রাকে জেলে ভরার হুমকি উমা ভারতীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪
রবার্ট ভদ্রাকে জেলে ভরার হুমকি উমা ভারতীর রবার্ট ভদ্রা ও উমা ভারতী

ঢাকা: ক্ষমতায় গেলে সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট ভদ্রাকে জেলে ভরার হুমকি দিলেন বিজেপি নেতা উমা ভারতী। তিনি অভিযোগ করে বলেন, রবার্ট ভদ্রা সকল নিয়ম-নীতির তোয়াক্কা না করে অঢেল অবৈধ সম্পত্তির মালিক হয়েছেন।

আর এসব কিছুই সম্ভব হয়েছে তিনি (ভদ্রা) কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর জামাতা ও প্রিয়াংকা গান্ধীর স্বামী বলে।

ভারতী বলেন, কংগ্রেসের সকল রাজ্য সরকার ভদ্রার ভয়ে তটস্থ থাকে। এমনকি ইউনিয়ন মন্ত্রীরাও তার জন্য চাপে থাকে। তিনি সকল আইন ভঙ্গ করে অর্থ কামিয়েছেন।

ভারতী বলেন, যদিও আমার দল আমার প্রতি বিরক্ত তারপরও যখন ক্ষমতায় থাকব জামাইবাবুকে (ভদ্রা) জেলে পুরব।

একমাসের মধ্যে এটি ভারতীর দ্বিতীয় হুমকি। গত সপ্তাহে তিনি এই ভদ্রার বিরুদ্ধেই অভিযোগ করে বলেন, ভদ্রা বিভিন্ন অবৈধ কাজে জড়িত। সেবারও তিনি ক্ষমতায় গেলে তাকে জেলে দেওয়ার হুমকি দেন।

তবে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি সম্প্রতি তার দল ক্ষমতায় গেলে কোনো প্রতিহিংসামূলক কাজ করবে না বলে ঘোষণা দেন।

তিনি বলেন, বিজেপি মূল লক্ষ্যই হবে তাদের ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করা। আর এসব কিছুই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে করা হবে। কারো প্রতি বিদ্বেষপূর্ণ কোনো কাজ করা হবে না।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।