ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভদ্রের উন্নয়নের মডেল কী? প্রশ্ন বিজেপির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪
ভদ্রের উন্নয়নের মডেল কী? প্রশ্ন বিজেপির রবার্ট ভদ্র ও রবি শংকর প্রসাদ

ঢাকা: কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মেয়ের জামাই রবার্ট ভদ্রকে নিয়ে আবারও মন্তব্য করলো বিজেপি। নিজেদেরকে গুজরাটের উন্নয়নের মডেল দাবি করে বিজেপি নেতা রবি শংকর প্রসাদ কংগ্রেসের উদ্দেশে বলেন, আপনাদের জামাতা কিসের উন্নয়নের মডেল?
 
এর আগেও একাধিকবার ভদ্রকে উদ্দেশ্য করে কটুক্তি করে বিজেপি।



বরাবরই অভিযোগ করে আসা বিজেপি বলছে, গান্ধী পরিবারভুক্ত হওয়ায় অঢেল অর্থ বৈভবের মালিক হয়েছেন ভদ্র। নিজের কোনো যোগ্যতা নেই। স্ত্রী প্রিয়াংকা গান্ধী কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর মেয়ে হওয়ায় শুরু থেকেই বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে আসছেন।

এবার লোকসভা নির্বাচনে ভদ্র প্রতিদ্বন্দ্বিতা না করলেও সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর হয়ে প্রচারণায় নেমেছেন। আর এটিই হয়তো সইতে পারছে না নরেন্দ্র মোদির দল বিজেপি।

এদিকে, বিজেপি প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি (৬৩) মূলত গুজরাটকে পুঁজি করেই প্রচারণা চালাচ্ছেন। সম্প্রতি একটি ৠালিতে মোদি বলেন, ক্ষমতায় গেলে ঝিমিয়ে পড়া ভারতের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করবো, নতুন কর্মসংস্থান তৈরি করবো।

এর আগে স্বামী ভদ্রকে নিয়ে মন্তব্য করায় বিজেপির ওপর বেজায় ক্ষেপেছিলেন স্ত্রী প্রিয়াংকা গান্ধী ভদ্র।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।