ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্টারনেট সিআইএ’র একটি প্রজেক্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪
ইন্টারনেট সিআইএ’র একটি প্রজেক্ট

ঢাকা: গুগল সার্চ সর্ম্পকে রাশিয়ানদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইন্টারনেট মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি’র (সিআইএ) একটি বিশেষ প্রকল্প (প্রজেক্ট)।

গতকাল বৃহস্পতিবার টেলিভিশনে প্রচারিত তরুণ সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় পুতিন এ কথা বলেন।



গুগল সম্পর্কে জানতে চাইলে পুতিন বলেন, গুগলের ওয়েভ ট্রাফিকের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সার্ভারে সবকিছু পর্যবেক্ষণ করা হয়। এগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার (অ্যাকসেস) আছে।

এদিকে রাশিয়ার সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন ‘ইনডেক্স’-এ বিদেশি বিনিয়োগ থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন পুতিন।

এর আগে রাশিয়ার পার্লামেন্ট, দেশটির সামাজিক নেটওর্য়াক ব্যবহারকারীদের সব তথ্য ছয় মাসের জন্য দেশটির সার্ভারে জমা রাখার জন্য একটি আইন পাশ করেছে।

উল্লেখ্য, রাশিয়ান প্রেসিডেন্ট এর আগে ইন্টারনেটকে অর্ধ পর্নোগ্রাফি বলে আখ্যায়িত করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘন্টা, এপ্রিল ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।