ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্রথম দফায় এগিয়ে আবদুল্লাহ

দ্বিতীয় দফায় আফগান প্রেসিডেন্ট নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৪
দ্বিতীয় দফায় আফগান প্রেসিডেন্ট নির্বাচন আবদুল্লাহ ও আশরাফ গণি

ঢাকা: সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী সরকার গঠনের জন্য প্রথম দফা নির্বাচনে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট ন‍া পাওয়ায় দ্বিতীয় দফায় গড়াচ্ছে আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন। শনিবার বেসরকারিভাবে প্রকাশিত প্রথম দফা নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহ পেয়েছেন ৪৪ দশমিক ৯ শতাংশ ভোট।

অপরদিকে বিশ্ব ব্যাংকের সাবেক অর্থনীতিবিদ আশরাফ গণি আহমেদজাই পেয়েছেন ৩১ দশমিক ৫ শতাংশ ভোট।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলা বলছে, এখন নির্বাচনে এগিয়ে থাকা দুই প্রধান প্রার্থীর জোট সরকার গঠনের সুযোগ রয়েছে। তবে যেকোনো ধরনের জোট সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন দু’জনই।

বৃহস্পতিবার আবদুল্লাহ সাংবাদিকদের বলেছিলেন, আমরা কারও সঙ্গে কোনো ধরনের জোর সরকার গঠনের ব্যাপারে সমঝোতা করতে রাজি নই।

তার মতোই জোর সরকার গঠনে নিজের কোনো ধরনের প্রস্তুতি নেই বলে জানিয়েছেন আশরাফ গণিও।

এ দু’জনের মধ্যে সমঝোতা না হলে আগামী ২৮ মে দ্বিতীয় দফায় নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে।

এছাড়া, প্রথম দফা নির্বাচনের অভিযোগের মীমাংসার পর এ ফলাফল আগামী ১৪ মে সরকারিভাবে ঘোষণা করা হবে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিরা বলছেন, নির্বাচনে জালিয়াতির অভিযোগ ক্রমেই বাড়ছে।

তালেবান ও অন্য বিচ্ছিন্নতাবাদীদের হুমকি উপেক্ষা করে গত ৫ এপ্রিল যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয় দেশটির জনগণ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই এ নির্বাচন সম্পন্ন হয়। অনেক হুমকি-ধামকি দিলেও নির্বাচনে তালেবানদের তেমন তৎপরতা চোখে পড়েনি।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।