ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জিম্বাবুয়ের বিরোধী নেতা সাভানগিরাই দল থেকে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৪
জিম্বাবুয়ের বিরোধী নেতা সাভানগিরাই দল থেকে বহিষ্কার ছবি: সংগৃহীত

ঢাকা: ‘দলের গণতান্ত্রিক নীতি লঙ্ঘন’ করার দায়ে জিম্বাবুয়ের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ’র প্রেসিডেন্ট মরগান সাভানগিরাইকে তার দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হচ্ছে।

দেশটির রাজধানী হারারেতে দলের শীর্ষ পর্যায়ের এক জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেন এমডিসি’র মহাসচিব টেন্ডাই বিতি।



রবার্ট মুগাবের দল জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন’র (জানু) সঙ্গে জোট বেঁধে ২০০৯-২০১৩ মেয়াদে যৌথ সরকার পরিচালনা করে এমডিসি। ওই সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন সাভানগিরাই।

২০১৩ সালের নতুন নির্বাচন জানু-এমডিসির জোট ভেঙে যায়। এই নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার পরিচালনা করছে রবার্ট মুগাবের দল জানু।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।