ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্যস্ত সড়কে এক বছরের শিশুর হামাগুড়ি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪
ব্যস্ত সড়কে এক বছরের শিশুর হামাগুড়ি! ছবি:প্রতীকী

ঢাকা: চার লেনের ব্যস্ত সড়ক। যানবাহনগুলোর যেন কোনো দিকে ফিরবার ফুরসৎ নেই।

গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যের সঙ্গে থাকে দ্রুত গাড়ি চালানোর প্রতিযোগিতা। এর মধ্যেই হঠাৎ সড়কে হামাগুড়ি দিচ্ছে একটি শিশু, বয়স মাত্র এক বছর! ব্যাপারটা প্রত্যক্ষদর্শীদের কাছে কেমন লাগার কথা!

এমনটিই প্রত্যক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য উটাহের ব্রিংহাম শহরের লোকজন।

তবে, এক গাড়ী চালক শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দিয়েছেন।

শিশুটির মা জানান, শিশুটির সাত বছর বয়সী বোন তাকে নিয়ে বাড়ির বাইরের আঙ্গিনায় বেড়াতে বের হয়।

পুলিশ জানায়, বোনের সঙ্গে খেলতে খেলতে শিশুটি কোনোভাবে বারান্দার বাইরে বের হয়ে রাস্তায় চলে আসে।

শিশুটিকে উদ্ধার করা গাড়ি চালক জানান, খানিক সময়ের জন্য শিশুটি হামাগুড়ি দেয় এবং তাকে একটি লেনের পাশে ফুটপাতে পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।