ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদিতে মার্স ভাইরাসে মৃতের সংখ্যা শতক ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪
সৌদিতে মার্স ভাইরাসে মৃতের সংখ্যা শতক ছাড়িয়েছে

ঢাকা: মার্স করোন‍াভাইরাসে নতুন করে আট জন মৃত্যুর কথা নিশ্চিত করেছে সৌদি কতৃপক্ষ। এতে করে এ ভাইরাসের আক্রমণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০২ এ।



সর্বশেষ রোববার ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি মাসে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৯ এ।

সৌদি কতৃপক্ষ জানায়, ভাইরাসে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩৩৯ যা গত মাসে ছিল ১২৩। এতে করে আক্রমণের সংখ্যা প্রায় ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সর্বশেষ আক্রান্তদের মধ্যে চারজন স্বাস্থ্যকর্মী রয়েছেন যারা উত্তর –পশ্চিমাঞ্চলের শহর তাবুকের একটি হাসপাতালে কাজ করতেন।

ভাইরাসের আক্রমণে বিভিন্ন স্থানে ভীতির সঞ্চার করেছে। এর জের ধরে, জেদ্দার প্রধান হাসপাতালের জরুরী বিভাগ সাময়িকভাবে বন্ধ রেখেছে কতৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০৬১৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।