ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে অপহৃত ৮ পর্যবেক্ষকের ১ জন মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪
ইউক্রেনে অপহৃত ৮ পর্যবেক্ষকের ১ জন মুক্ত

ঢাকা: ইউক্রেনে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের হাতে আটক আট ইউরোপীয় সামরিক পর্যবেক্ষকের এক জন মুক্তি পেয়েছেন।

স্থানীয় সময় রোববার দেশটির পূর্বাঞ্চলীয় শহর স্লাভিয়ানস্কোর কোনো এক এলাকা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।


  
মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সুইডেনের নাগরিক। তিনি মৃদু ডায়াবেটিসে আক্রান্ত। স্বাস্থ্যগত এ ঝুঁকির কারণে তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে বিচ্ছিন্নতাবাদীরা জানায়।

বিচ্ছিন্নতাবাদীদের হাতে এখনো আটক রয়েছে সাত জন ইউরোপীয়। তারা জার্মানি, সুইডেন, ডেনমার্ক, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের নাগরিক।

আটক বাকীদের উদ্ধারে সংশিষ্ট দেশগুলো কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে।  

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।