ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রেস্টুরেন্টে একাকিত্বের সঙ্গী দৈত্য!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, মে ৬, ২০১৪
রেস্টুরেন্টে একাকিত্বের সঙ্গী দৈত্য!

ঢাকা: সঙ্গী ছাড়া একাকী খেতে আসা গ্রাহকদের একাকিত্ব দুর করতে অভিনব ব্যবস্থা নিয়েছে জাপানের একটি রেস্টুরেন্ট।

এসব গ্রাহকদের সঙ্গ দেওয়ার জন্য টেবিলের একদিকে রাখা হয়েছে দৈত্য আকৃতির খেলনা পশু।

অপর দিকে গ্রাহকের বসার স্থান।  

জাপানের টোকিওতে অবস্থিত এ রেস্টুরেন্টের নাম ‘মুমিন ক্যাফে’। এ রেস্টুরেন্টে ব্যবহৃত খেলনা পশুর আকৃতি নেওয়া হয়েছে ‘মুমিন’ নামে ফিনল্যান্ডের একটি বই থেকে।  
restaurent_1
ইতোমধ্যে জাপানের এ ‘মুমিন ক্যাফে’ নিউইয়র্কে তাদের একটি শাখা খুলেছে। আপনি ইচ্ছে করলে একাকিত্বের সময় এসব ক্যাফেতে যেতে পারেন, শুধু একটি বিষয় মনে রাখবেন- খাবারের অর্ধেক মূল্য পরিশোধ করার জন্য দৈত্যগুলো কখনোই আপনাকে অফার করবে না।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মে ৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।