ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হ্যাকড: মোদির ওয়েবসাইটে ভাসছে ভাসানীর বাণী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪
হ্যাকড: মোদির ওয়েবসাইটে ভাসছে ভাসানীর বাণী

ঢাকা: বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির নির্বাচনী ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। চলমান লোকসভা নির্বাচনে জয়ী হলে ১৬ মে’র পর থেকে ভারতে অনুপ্রবেশকারী সকল বাংলাদেশিকে ফেরত পাঠানোর ঘোষণার কয়েকঘণ্টার মধ্যে তার ওয়েবসাইট হ্যাকড হলো।



রোববার রাতে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে আয়োজিত এক নির্বাচনী সভায় ভাষণ দানকালে তার করা সেই মন্তব্য সোমবার বাংলাদেশি মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর http://teammodi.in/ নামক সাইটটি হ্যাক করা হয়।

ওয়েবসাইটটি হ্যাক করে সেখানে ইংরেজিতে লেখা- হ্যাকড বাই বাংলাদেশি হ্যাকার।

তার নিচেই মাওলানা আবদুল হামিদ খান ভাসানী একটি উক্তি, “ আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না।

এসিড খান, নিজেকে সাইবার সেভেন্টি ওয়ান গ্রুপের একজন হ্যাকার পরিচয় দিয়ে সেখানে বিজেপির বাংলাদেশের ভূমি দাবির প্রেক্ষিতে ক্ষমা প্রার্থনা করতে আহবান জানান।

এর আগে গত সোম ও মঙ্গলবার 'বাংলাদেশের তিন ভাগের এক ভাগ জায়গা দাবি করার প্রতিবাদে' মোদির দল ভারতীয় জনতা পার্টির [BJP] বিহার ও পাঞ্জাব শাখার ওয়েবসাইট হ্যাক করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪/ আপডেট: ১৯১৪ ঘণ্টা.

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।