ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ বঙ্গোপসাগরে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪
নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ বঙ্গোপসাগরে

অবশেষে নিখোঁজ মালয়েশীয় যাত্রবাহী উড়োজাহাজের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে। গত ৮ মার্চ ২২৭ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে উড়ে যাবার পর টানা ৬ সপ্তাহ ধরে নিখোঁজ উড়োজাহাজটির ধ্বংসাবশেষ বঙ্গোপসাগরে খুঁজে পাওয়ার এই দাবি করেছে অস্ট্রেলিয়ার একটি এক্সপ্লোরেশন কোম্পানি।



অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড-ভিত্তিক জিওরেজোন্যান্স (GeoResonance) নামের এই কোম্পানির দাবি, তারা নিখোঁজ উড়োজাহাজ বোয়িং ৭৭৭’র খোঁজে অনুসন্ধান শুরু করেছিল গত ১০ মার্চ। এবং তারা অবশেষে একাজে সফল হয়েছে। উড়োজাহাজটির ‘সম্ভাব্য ধ্বংসাবশেষ খুঁজে  পেয়েছে বর্তমান অনুসন্ধনিস্থল অস্ট্রেলিয়ার পার্থর অদূরে দক্ষিণ ভারত মহাসাগর থেকে ৫ কিলোমিটার দূরবর্তী বঙোগপসাগরে।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।