ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার ওপর নতুন করে যুক্তরাষ্ট্রের অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪
রাশিয়ার ওপর নতুন করে যুক্তরাষ্ট্রের অবরোধ ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার ১৭টি কোম্পানি ও ৭ জন ব্যক্তির ওপর এই অবরোধ আরোপ করা হয়।


যুক্তরাষ্ট্র জানায়, এসব কোম্পানি ও ব্যক্তিরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খুবই ঘনিষ্ঠজন।

হোয়াইট হাউজ জানায়, ইউক্রেনে রাশিয়ার অব্যাহত অবৈধ হস্তক্ষেপের ফল এ অবরোধ।

এর আগে ইউক্রেনের খারকিভ সিটির মেয়র হেননাডিয়াহ কার্নেস অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত হন। গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।