ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে জোড়া বোমা বিস্ফোরণে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪
বাগদাদে জোড়া বোমা বিস্ফোরণে নিহত ১০

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের উত্তর-পশ্চিমের শহর সাদিয়াহতে জোড়া বোমা বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।



ইরাকের জাতীয় নির্বাচনের পর দিন বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর ১টার দিকে (0700 GMT)  সাদিয়াহ শহরের একটি মার্কেটে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

এর আগে গত সোমবার বাগদাদ থেকে ১৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর খানাকিনে কুর্দিশদের জমায়েতে আত্মঘাতী বোমা হামলায় ৫০ জন নিহত হয়। এতে করে এক দিনের ব্যবধানে দ্বিতীয় বারের মতো বিস্ফোরণের ঘটনা ঘটলো।

ইরাক ২০১৪ সালে সবচেয়ে খারাপ সময় পার করছে। ইতোমধ্যে প্রায় ৩০০০ মানুষ বিভিন্ন হামলায় নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।