ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফেরি ডুবি

ক্ষমা চাইলেন দ.কোরিয়ো প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪
ক্ষমা চাইলেন দ.কোরিয়ো প্রেসিডেন্ট

ঢাকা: দক্ষিণ কোরিয়ায় গত কয়েকদিন আগে ফেরি ডুবিতে ‍তিন শ জনের প্রাণহানির ঘটনায় সরকারের ব্যর্থতা স্বীকার করে মৃতদের স্বজনদের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট পার্ক জিউন হাই।

মঙ্গলবার দেশটির জাতীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট  ক্ষমা চান।



বিবৃতিতে পার্ক বলেন, ‘ব্যর্থতার জন্য কিভাবে ক্ষমা চাইতে হয় আমি জানিনা। অপূরণীয় এ ক্ষতির জন্য আমি সত্যিই দুঃখিত। ’

এর আগে দেশটির প্রধানমন্ত্রী একই ঘটনার দায় নিয়ে পদত্যাগ করার পর বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট মঙ্গলবার দেশবাসীর কাছে ক্ষমা চান।

স্থানীয় গণমাধ্যম জানায়, মৃতদের স্বজনরা দাবি করেছে ফেরি ডুবির পর সরকার ভালোভাবে উদ্ধার অভিযান পরিচালনা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে । তারা আরও দাবি করে, সরকারের অবহেলার কারণেই মৃত ও নিখোঁজের পরিমাণ বেড়েছে।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল  দেশটির ইনচিয়ন থেকে পূর্বাঞ্চলের পর্যটন দ্বীপ জেজুতে যাওয়ার সময় ৪৭৬ জন যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়। যাত্রীদের ৩২৫ জনই ছিল মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী।

বাংলাদেশ সময় : ১২৪৬ ঘন্টা, এপ্রিল ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।