ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নোকিয়ার নতুন সিইও ভারতীয় রাজিব সুরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪
নোকিয়ার নতুন সিইও ভারতীয় রাজিব সুরি ছবি: সংগৃহীত

ভারতীয় বংশোদ্ভূত রাজিব সুরি নকিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিচ্ছেন। মঙ্গলবার বিশ্বের শীর্ষ মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান নকিয়ার এ কথা জানায়।

টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানা গেছে।

৪৬ বছর বয়সী সুরি নকিয়ার নেটওয়ার্ক ইকুয়েপমেন্ট ইউনিট: সলিউশন অ্যান্ড নেটওয়ার্ক (এনএসএন) খাতটি দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন।

গত বছরে নকিয়ায় যে ১২ দশমিক ৭ বিলিয়ন ইউরো টার্নওভার হয় তার মধ্যে এনএসএন এর অবদান ১১ দশমিক ৩ বিলিয়ন।

এদিকে নোকিয়া তাদের শেয়ারহোল্ডারদের শেয়ার প্রতি অতিরিক্ত দশমিক ২৬ ইউরো করে দেওয়ার ঘোষণা দিয়েছে।

মাইক্রোসফটের কাছে ৫ দশমিক ৪ বিলিয়র ইউরোতে নোকিয়া মোবাইল বিক্রির উপলক্ষে শেয়ারহোল্ডারদের এ অতিরিক্ত অর্থ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।