ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, মে ১, ২০১৪
আফগানিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫০ ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের জোজান প্রদেশে গত কয়েক দিনের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ জনে।

বৃহস্পতিবার বিকেলে আফগানিস্তানের সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানায়।



আন্তর্জাতিক গণমাধ্যমে জোজান প্রদেশের গভর্নর বয়মুরোদ কইনালি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় ১৮ হাজার মার্কিন ডলার সহায়তা পেয়েছি। আরো ৩৬ হাজার মার্কিন ডলার সহায়তা পাবো।

তিনি জানান, বন্যায় এই প্রদেশের সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এখানকার সড়কগুলো বন্যার পানিতে ভেঙ্গে নষ্ট হয়ে গেছে। এ কারণে বণ্যা দুর্গত মানুষের কাছে সহায়তা পৌঁছানো এখন কষ্টসাধ্য হয়ে পড়েছে।

গভর্নর বয়মুরোদ কইনালি জানিয়েছেন, বন্যায় মাটির তৈরি ঘর ধসে যাওয়ায় হাজারো মানুষ তাবু খাটিয়ে থাকতে বাধ্য হচ্ছেন।

তিনি জানান, বুধবার এ প্রদেশে মৃতের সংখ্যা ছিল ৭০ জনে। আর বৃহস্পতিবার এ সংখ্যা বেড়ে ১৫০ জন ছাড়িয়েছে।

বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সহায়তার জন্য নানামুখী প্রচারণা চালানো শুরু হয়েছে ইতোমধ্যেই। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে সহায়তা চেয়ে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। স্থানীয় প্রবাসী আফগানরাও সহায়তা পাঠাচ্ছেন।

এ দিকে কিছু কিছু ক্ষতিগ্রস্ত এলাকায় ইতোমধ্যেই তাবু, খাদ্য এবং পানি পৌঁছানো সম্ভব হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মে ১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।