ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিধসে আফগানিস্তানে দুই হাজার মানুষের জীবন্ত কবর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মে ৩, ২০১৪
ভূমিধসে আফগানিস্তানে দুই হাজার মানুষের জীবন্ত কবর সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের উত্তর-প‍ূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের প্রত্যন্ত পার্বত্য এলাকায় আকস্মিক ভূমিধসে দুই হাজারেরও বেশি লোক মাটিচাপা পড়ে মারা গেছেন।

প্রায় ৩শ' পরিবারের কমপক্ষে ২১শ’ মানুষ এ ভূমিধসের ঘটনায় নিহত হয়েছেন বলে আফগান কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

তবে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যেতে পারে বলে দাবি করেছে স্থানীয় সূত্রগুলো।

গ্রামবাসী এবং স্থানীয় পুলিশ সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে। তবে উদ্ধার তৎপরতা চাহিদার তুলনায় অপ্রতুল বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। অপর্যাপ্ত উদ্ধার তৎপরতার কারণে মাটিচাপা পড়া মানুষের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।

প্রবল বৃষ্টিপাতের কারণে শুক্রবার আক্রান্ত গ্রামের ওপর ধসে পড়ে নিকটবর্তী বড় পর্বতের অংশ বিশেষ। এতে শত শত বাড়ি-ঘর মাটি ও পাথরের নিচে চাপা পড়ে।

শনিবার সকালে চাপা পড়া ৩৫০টি মৃতদেহ উদ্ধার করে উদ্ধারকর্মীরা। তবে ধ্বংসস্তূপ থেকে এখনও জীবিতদের উদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

উদ্ধারকাজে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারী সংস্থা (ওসিএইচএ) আফগান কর্তৃপক্ষকে সহায়তা করছে বলে জানিয়েছে দেশটিতে নিযুক্ত জাতিসংঘ মিশন।

**আফগানিস্তানে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২,১০০!
** আফগানিস্তানে ভূমিধসে ৩৫০ মৃতদেহ উদ্ধার, নিখোঁজ এখনও ২ হাজার
** আফগানিস্তানে ভূমিধসে ‘দুই সহস্রাধিক প্রাণহানির’ আশঙ্কা


বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মে ৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।